আম্বেদকর সম্পর্কে অমিত শাহের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বিধায়ক বিপ্লব রায় চৌধুরী

প্রতিবাদ জানালেন বিধায়ক বিপ্লব রায় চৌধুরী।

author-image
Adrita
New Update
চ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ২৩ ডিসেম্বর রাজ্যজুড়ে মিছিলের প্রেক্ষিতে পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী তার বক্তব্যে বলেছেন যে, " বাবাসাহেব আম্বেদকর সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে ভারতের শীর্ষ স্থানে উঠে এসেছিলেন। তাঁর এই যোগ্যতার স্বীকৃতি হিসাবে তাঁকে সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সংবিধান প্রণয়ন করার সময় সকলের কথা মাথায় রেখে আগামীদিনে কী হতে পারে সেই ভাবনাচিন্তা রেখে প্রণয়ন করেছিলেন। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তাঁর সেই কাজের নিন্দা করবার জন্য আমরা সবাই রাজপথে মিছিল করে প্রমাণ করে দেবো যে বিজেপির এই ঘৃণ্য কাজের সঙ্গে মানুষ নেই এবং সাধারণ মানুষ পছন্দ করে না। পাশাপাশি আমরা বাবাসাহেব আম্বেদকরের আদর্শকে মাথায় নিয়ে চলবো এটাই আমাদের প্রতিজ্ঞা। "

দেশজুড়ে পালিত হচ্ছে আম্বেদকর জয়ন্তী

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে ২৩ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভার ডাক দিল তৃণমূল কংগ্রেস।

'কারোর টক্কর নেওয়ার সাহস হবে না', হুঙ্কার অমিত শাহের