মিশন লাইফ: দ্বিতীয় দিনে শুরু হবে শিক্ষার্থীদের সুন্দরবন ভ্রমণ

সকাল সাড়ে ৮টাতেই লঞ্চ ঘাটে এসে উপস্থিত হয় পড়ুয়ারা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cover (9) tyyj

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সুন্দরবনের জীবজগৎ সম্পর্কে বাস্তবিক জ্ঞান সরবরাহ করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে মিশন লাইফ প্রোগ্রামের দ্বিতীয় দিনে শুরু হতে চলেছে সুন্দরবন পরিদর্শন। প্রায় ১০টি স্কুলের পড়ুয়া এদিন সুন্দরবনের বুকে নদীতে লঞ্চে করে ভ্রমণ করবে বলে জানা যাচ্ছে। তাই সকাল সাড়ে ৮টাতেই লঞ্চ ঘাটে এসে উপস্থিত হয় পড়ুয়ারা। 

erecbm

যে স্কুলগুলি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সেগুলি হল গোসাবা আর আর গভর্নমেন্ট স্পনসর্ড ইনস্টিটিউশন, রাঙ্গাবেলিয়া হাই স্কুল, বালি পূর্বপাড়া হাই স্কুল, মন্মথনগর হাই স্কুল, বিপ্রদাসপুর হাই স্কুল, সুন্দরবন অসিতবরণ হাই স্কুল, বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির, বালি ধনমনি মডেল হাই স্কুল, পাখিরালা হাই স্কুল এবং চন্ডিপুর হাই স্কুল। দুইদিনব্যাপী এই শিবিরের প্রথম দিনে পড়ুয়ারা তাদের প্রদর্শনী প্রস্তুত করে। আর দ্বিতীয় দিনে সুন্দরবন ভ্রমণ করে।