নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা পুলিশ ও নেফ্রো ইউনিয়ন ফর্মের উদ্যোগে মিশন সুস্বাস্থ্য ক্যাম্পের আয়োজন হয় ঝাড়গ্রামের জামবনি থানার অন্তর্গত আমতলিয়া গ্রামে। মিশন সুস্বাস্থ্য ও ক্যাম্পের মূল উদ্দেশ্য ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামে যেখানে চিকিৎসা করাতে মানুষকে অনেকটা পথ অতিক্রম করতে হয় সেই সমস্ত গ্রামের মানুষের কাছে পর্যাপ্ত চিকিৎসা পৌঁছে দেওয়া। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ঝাড়গ্রামের ঝাড়খন্ড সীমান্তবর্তী গ্রাম আমতলিয়াতে। কলকাতার পিজি হাসপাতাল থেকে আগত চারজন চিকিৎসক সহ তাদের টিম নিয়ে এই মিশন সুস্বাস্থ্য ক্যাম্পের মধ্য দিয়ে গ্রামের মানুষের কাছে চিকিৎসা প্রদান করলেন আর এই চিত্র দেখে খুশি এলাকার সাধারণ মানুষ। ৩০০ জন প্রত্যন্ত গ্রামের মানুষ এই চিকিৎসার পরিষেবা পেয়েছে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত সাধারণ মানুষ।