হাসনাবাদে নিখোঁজ তরুণ ক্রিকেটার মৃত্যু, ঘনীভূত রহস্য

শনিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন নবম শ্রেণীর ছাত্র দেবঘোষ। তিনি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নপাড়ার ঘোষপুর এলাকায় বাসিন্দা।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
 bvngvjhh

নিজস্ব সংবাদদাতা: শনিবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন নবম শ্রেণীর ছাত্র দেবঘোষ। তিনি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নপাড়ার ঘোষপুর এলাকায় বাসিন্দা। পরে বাড়ির লোক ডায়েরি করেছিলেন হাসনাবাদ থানায়। পরে জানতে পারা যায় মিনাখা হাসপাতালে ভর্তি ছিলেন ওই কিশোর। 

পরবর্তীতে তার শারীরিক অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায় এসএসকেএম হাসপাতালে। যদিও পরে মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, আজ সকাল সাড়ে এগারোটায় ছেলে কলকাতা টালিগঞ্জে ক্রিকেট প্র্যাকটিস করতে যেত। অভিযোগ উঠছে, সেখান থেকেই তিন চার জন তার সহকর্মী তাঁকে তুলে নিয়ে যায়। 

তরুণের শরীরে একাধিক সুচ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তরুণকে পরিকল্পনা করে মারা হয়েছে বলেই গুরুতর অভিযোগ। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃত কিশোরের পরিবার।