নাবালিকার বিয়ে! সঠিক সময়ে পৌঁছলো পুলিশ

নাবালিকার বিয়ে! এখনও ফিরছে না হুঁশ! পিছিয়ে পড়া পরিবারগুলি কম বয়সেই মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে! কিন্তু কড়া প্রশাসন। পুলিশের উদ্যোগে জীবন বাঁচলো নাবালিকার।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
োোোোো

ফাইল ছবি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : নাবালিকার বিয়ে রুখলো পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায় এক নাবালিকার বিয়ে রুখলো ডেবরা থানার পুলিশ।পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই এলাকার এক নাবালিকার বিয়ে হচ্ছে। সেই মতো ডেবরা থানার ওসি প্রণয় রায়ের নির্দেশে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।অপরদিকে, এলাকায় মানুষজনকেও সচেতন করা হচ্ছে যে নাবালিকা বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ।

hiring 2.jpeg