নিজস্ব সংবাদদাতা: সেনাবাহিনীর বাসের ধাক্কায় মৃত্যু নাবালকের। মৃতের নাম দেব ধুল (৮)। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা-মালবাজার ১৭ নম্বর জাতীয় সড়কের পানঝোড়া জঙ্গলের মাঝে ।
এদিন বিকেলে বাসটি চালসা থেকে জলপাইগুড়ি হয়ে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে যাচ্ছিল। সেই সময় পানঝোড়া জঙ্গলের মাঝে উল্টো দিকে জয়গাঁ থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় । নিয়ন্ত্রণ হারিয়ে বাস। জঙ্গলের দিকে এগিয়ে যায় কিছুটা। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে,দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। ঘটনায় আহত বেশ কয়েকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ । আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসারত অবস্থায় ৮ বছরের এক নাবালকের মৃত্যু হয় ।
/anm-bengali/media/media_files/21bNYb8N8rUOFlgOdj2G.jpg)