নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: চলতি মাসের ১ তারিখ পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহি গ্রামের উদয়ন সংঘ ফুটবল ময়দান থেকে সকাল ছয়টা থেকে সাড়ে ছটা নাগাদ গ্রামের বাউরি পাড়ার দুইজন বছর দশকের নাবালিকা খেলতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঘটনার ঠিক পরের দিন ফুটবল ময়দানের বাউন্ডারি ওয়ালের পাশেই এক যুবকের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয়। দুই নাবালিকা নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে গ্রামেরই এক যুবকের মৃতদেহ উদ্ধার, এই নিয়েই নিখোঁজ রহস্য হয় আরো ঘনীভূত।
বুধবার এগারোটা থেকে প্রায় একটা পর্যন্ত পাণ্ডবেশ্বর থানার গেটের সামনে বিক্ষোভ চলে। পরে বিক্ষোভ কারীদের মধ্যে ১০-১২ জন প্রতিনিধি থানার আধিকারিকের সাথে দেখা করেন। কেন এখনো শিশু কন্যা দুটি উদ্ধার হলো না ? আধিকারিকের কাছে সেই প্রশ্ন করেন তারা। পুলিশ সব রকমভাবে শিশুকন্যা দুটিকে উদ্ধারের চেষ্টা করছে বলে আধিকারিক জানান, তদন্তে স্থানীয়দের সহযোগিতাও পুলিশ চাই বলে বিক্ষোভকারীরা জানায়।