মানবিক কেন্দ্র! সিকিমের জন্য কী পদক্ষেপ?

দুর্যোগের কবলে সকিম। বিধ্বস্ত অবস্থা। পাশে কেন্দ্র। নেওয়া হল পদক্ষেপ।

author-image
Pallabi Sanyal
New Update
adsasewd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : হরপা বানে বিধ্বস্ত সিকিম। প্রাণহানি থেকে শুরু করে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘর-বাড়ি। ভয়াবহ পরিস্থিতি। দুর্দিনে সিকিমের পাশে দাঁড়ালো কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, গঠিত হয়েছে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল (IMCT) । দলটির কাজ হবে সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা। তাদের রিপোর্টের ভিত্তিতে  সিকিমকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল (SDRF) থেকে আরও অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অনুমোদিত হবে, নির্ধারিত পদ্ধতি অনুসারে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রাণ ব্যবস্থা প্রদানে সিকিমকে সাহায্য করার জন্য ২০২৩-২৪ সালের রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের (এসডিআরএফ) কেন্দ্রীয় অংশের  উভয় কিস্তির অগ্রিম ৪৪.৮০ কোটি টাকা দেওয়র জন্য অনুমোদন দিয়েছেন বন্যা দুর্গতদের সাহায্যার্থে।