দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : নৌকোয় চড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, ঘাটালের অজয়নগর এলাকায়। বন্যা কবলিত মানুষের হাতে ত্রিপল তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী। সাথে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ব্লক ও মহাকুমা প্রশাসনের আধিকারিকরা। ঘাটাল মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক সেরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।বন্যাকবলিত এলাকার মানুষের পাশে থাকার বার্তা দেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের। মানসবাবু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ, বন্যা কবলিত এলাকার মানুষ যেন খাবার ও জলের কোন সঙ্কটে না পড়েন। তার দিকে সজাগ থাকতে নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিক সহ জন প্রতিনিধিদের। ঘাটালের বানভাসী মানুষদের জল যন্ত্রণা থেকে রেহাই এর একমাত্র উপায় ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়ণ। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার টাকা না দেওয়ায়, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করতে পারছে না রাজ্য সরকার। ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়ণ না হওয়ার পিছনে আবারও কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করছে রাজ্যের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।