নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি উত্তাল হয়ে উঠেছে। তৃণমূল নেতাদের মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে সন্দেশখালি। যার জেরে অস্বস্তিতে পড়েছে শাসকদল। সন্দেশখালিকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে এগিয়ে চলছে বিরোধীরা। যদিও শাসকদলের দাবি ছোটোখাটো কিছু অভিযোগ ছাড়া বাকি সব রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। এখন দেখার তাদের কাছে পেয়ে কি প্রতিক্রিয়া দেখায় সন্দেশখালির বাসিন্দারা।
d