রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য চিন্তা করেন! কী বললেন মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি

নিজস্ব সংবাদদাতা: গোয়ালপোখর ১ নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজন করা হয় পরিবেশ বিষয়ক ওয়ার্কশপ এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠানের।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2024-02-29 at 9.21.34 PM.jpeg

 

নিজস্ব সংবাদদাতা: গোয়ালপোখর ১ নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজন করা হয় পরিবেশ বিষয়ক ওয়ার্কশপ এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠানের। এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি, পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র সহ আরও বিশিষ্ট জনেরা। সেখানেই মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মায়েদের জন্য ভাবেন। মহিলাদের জন্য ভাবেন। কারণ তিনি নিজে একজন মহিলা। একজন মাকে, একজন দিদিকে মুখ্যমন্ত্রী করতে পারার জন্য পশ্চিমবঙ্গের মানুষ গর্বিত। যাঁরা লক্ষীর ভাণ্ডারে ৫০০টাকা করে পাচ্ছিলেন মানবিক মুখ্যমন্ত্রী তাঁদের জন্য ১০০০ টাকা করে দিয়েছেন। যাঁরা ১,০০০টাকা করে পাচ্ছিলেন, তাঁদের অর্থের পরিমাণ বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। "

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg