ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বন্যার্তদের ত্রাণ বিতরণে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
3

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দন্দিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জনসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। শুধু তাইই নয়, তিনি বন্যার্তদের ত্রাণও বিতরণ করেন। রাজ্যের সেচ ও জনসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।

এদিন তার সাথে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও অভিক বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পরিদর্শন শেষে মহকুমা শাসকের কার্যালয়ে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে জেলা, মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকসহ জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়।