নিজের বাড়িতে বাগদেবীর আরাধনায় মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নিজের গ্রামের বাড়িতে বাগদেবীর আরাধনায় মাতলেন রাজ্যের সেচমন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া। এদিন তিনি নিজের গ্রামের বাড়িতে নিজের হাতে পুজো করেন।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
sacsdc

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার (District News) সবং ব্লকের নিজের গ্রামের বাড়িতে বাগদেবীর আরাধনায় মাতলেন রাজ্যের সেচমন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া (Manas Bhuina) এদিন তিনি নিজের গ্রামের বাড়িতে নিজের হাতে পুজো করেন। সারা বছর থাকে কাজের ব্যস্ততা। সোমবার সবংয়ের ভিকনি নিশ্চিতিপুরে নিজের বাড়ীতে সস্ত্রীক পুজোয় বসেন। দলের কর্মীরাও তার বাড়িতে হাজির হন।