নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক ড. মানস রঞ্জন ভুঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, যুব সভাপতি নিশিকান্ত কর সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন সকাল থেকে সবং বাজারের বিভিন্ন সড়কে মিছিলটি বের হয়। মিছিলের মাধ্যমে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বাংলার প্রতি একাধিক ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার অভিযোগ তোলেন। মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, "কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে বাংলাকে বঞ্চিত করছে। আমরা এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে যাবো।"
এছাড়া অন্যান্য বক্তারা বাংলার অধিকার আদায়ের জন্য সংগঠিতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।