নিজস্ব সংবাদদাতা, সবংঃ সবং ব্লক তৃণমূল এসটি সেলের উদ্যোগে ঐতিহাসিক হুল দিবসকে সামনে রেখে সবং ব্লকের পাঁচ নম্বর সাতটা অঞ্চলে বনায় বাসন্তী বিদ্যাপীঠ স্কুল মাঠে প্রতিবছরের ন্যায় এ বছরও হুল দিবস উদযাপন করা হলো।
হুল আন্দোলনের যোদ্ধাদের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জোলনের মধ্যে দিয়ে আজকের এই হুল দিবসের শুরু করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শান্তি টুডু জেলা পরিষদ সদস্য শিক্ষিকা সুমিত্রা মান্ডি, সহ-সভাপতি বিকাশ ভুইয়া, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা, সবং ব্লক এস টি সেলের সভাপতি কিশলয় মুরমু, লক্ষ্মীকান্ত হেমরম, ও আদিবাসী নেতৃবৃন্দরা।
আজকের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার যে সিএএ এবং এনআরসি নিয়ে আদিবাসী এবং সংখ্যালঘু মানুষদেরকে বিপদে ফেলার চক্রান্ত করছেন নরেন্দ্র মোদী সেই বিষয়টি তুলে ধরেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি তীব্র ভাষায় বিজেপি এবং কেন্দ্র সরকারের সমালোচনা করেন।