নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মেদিনীপুর, বাঁকুড়াসহ একাধিক জেলায়। এই আবহে রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক ডিভিসিকেই দায়ী করেছেন বন্যার জন্য।
তিনি জানিয়েছেন, '' ডিভিসি রাজ্য সরকারকে না বলে জল ছাড়ছে। আর এতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। ''
সূত্র মারফত জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক বাঁকুড়ার ঘুটগড়িয়া পঞ্চায়েতের সীতারামপুর, মাঝের মানা,বরিশাল পাড়া সহ বেশ কিছু এলাকা পরিদর্শনে আসেন। তিনি কথা বলেন দুর্গতদের সাথে, আশ্বাস দেন যে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এখানেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, '' রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেওয়াতেই এতো বিপত্তি। নচেৎ এতটা ক্ষতির মুখে পড়তে হতো না সাধারণ মানুষকে। ''