নিজস্ব সংবাদদাতা, সবংঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে বিধায়ক কার্যালয়ে ঘাটাল সাংগঠনিক জেলার IWM কমিউনিটির সহযোগিতায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সোস্যাল মিডিয়া ও আই টি সেলের মেম্বারশিপ ড্রাইভ ও চায়ের আড্ডায় কর্মসূচি গ্রহন করা হলো। যেখানে উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর, সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে ওই টিম নিজেদের ব্লকে ব্লকে কাজ করবে।