গণিত পরীক্ষায় পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মন্ত্রী

গোলাপ ফুল, পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-15 at 17.38.23

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাঁকসার মলানদিঘী দুর্গাদাস বিদ্যামন্দিরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের গোলাপ ফুল, পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি নব কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, ব্লকের যুব সভাপতি কুলদীপ সরকার, অঞ্চলের যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সদস্য বিভাস ঘোষ, ছাত্র পরিষদের ধ্রুবজ্যোতি মজুমদার সহ তৃণমূল নেতৃত্বরা। 

vghj

শনিবার গণিত পরীক্ষার দিন এই পরীক্ষা কেন্দ্রের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। মন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পরীক্ষার্থীদের যাতে কোন রকম সমস্যা না হয় সেজন্য প্রতিটি প্রান্তেই তৎপরতার সাথে কাজ করছে প্রশাসনিক আধিকারিকরা। এখানেও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র যুবরা পড়ুয়াদের শুভেচ্ছা জানালো”।