ঝড়ের আগে নদী বাঁধ পরিদর্শনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
f

নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগরঃ বুধবার ভোরেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দানা’ জন্ম নিয়েছে। আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ' দানা'। মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল, তা ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে এগিয়ে একই অঞ্চলের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।



আবহাওয়াবিদরা মনে করছেন যে, এটির পশ্চিমবঙ্গে ল্যান্ডফল হবে না। ওড়িশার কোনও জায়গায় আছড়ে পড়বে। আর তখন ঘণ্টায় ১০০ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ঝোড়ো হাওয়ার বেগ ১২০ কিমিতেও পৌঁছাতে পারে। এই আবহেই গঙ্গাসাগরের নদী বাঁধ গুলো ডানা ঝড়ের আগে পরিদর্শন করছেন মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও, এদিন উপস্থিত ছিলেন SDO irrigation কাকদ্বীপ, BDO সাগর, GBDA EO এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।