তাজপুরের হকার উচ্ছেদ, ফরেস্ট অফিসারকে হুমকি মন্ত্রী অখিল গিরির! চাঞ্চল্য

তাজপুরের হকার উচ্ছেদ করতে গেলে ফরেস্ট অফিসারকে হুমকি মন্ত্রী অখিল গিরির।

author-image
Probha Rani Das
New Update
cofver.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদপ্তরের জায়গায় গড়ে উঠেছে দোকান এবং ঘরবাড়ি। সেখানে বাধা দিতে গেলে রাজ্যের মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি সাথে তর্কে জড়িয়ে পড়েন ফরেস্ট অফিসার মনীষা সাউ। 

vxccv43.jpg

বনদপ্তরের তরফে অভিযোগ উঠেছে, বনদপ্তরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। পুনরায় গতকাল রাতে নতুন করে বনদপ্তরের জায়গায় দোকান বসান ওই ব্যবসায়ীরা। 

vxccv44.jpg

প্রসঙ্গত, তখনই বনদপ্তরকে বাধা দিতে ঘটনাস্থলে এসে পৌঁছোন রামনগরে বিধায়ক অখিল গিরিফরেস্ট অফিসারের অভিযোগ মন্ত্রী দাঁড়িয়ে থেকে সেখানে পুনরায় অবৈধ নির্মাণ করান। এছাড়াও বনদপ্তরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয়। ফরেস্ট অফিসার মনীষা সাউকে অরুচিকর ভাষায় অপমানও করেন মন্ত্রী অখিল গিরি

Adddd