নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: অ্যাকশনধর্মী সিনেমা দেখতে যারা পছন্দ করেন, তাদের কাছে সাধারণত মার্শাল আর্ট অর্থাৎ কুংফু-কারাতে সিনেমার আবেদন সবসময়ই অন্যরকম। কেননা, অধিকাংশ সময় অস্ত্র ছাড়া হাত-পায়ের সাহায্যে কিংবা মাঝে মাঝে অস্ত্র নিয়ে অনেকটা শৈল্পিক কায়দায় ফাইটিং দৃশ্যগুলো দর্শকদের মধ্যে অন্যরকম অনুভূতির সঞ্চার করে।
জ্যাকি চ্যান, ব্রুস লী, জেট লী, টনি জা, ডনি ইয়েনসহ আরো অনেক অভিনেতার এরকম ফাইটিং দৃশ্যগুলো দর্শকের নজর কাড়ে অতি সহজে। মার্শাল আর্ট শব্দের অর্থ হচ্ছে ‘Art of Martial’ অর্থাৎ ‘যুদ্ধের শিল্প’। মার্শাল আর্ট বলতে আসলে বোঝায় যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেয়ার বিভিন্ন পদ্ধতি ও কলাকৌশল। এই পদ্ধতি কখনো কখনো সংহিতাবদ্ধ অর্থাৎ কিছু সূত্রবদ্ধ অথবা কখনো কখনো সূত্রবদ্ধ নয় অর্থাৎ বিক্ষিপ্ত। প্রকৃতপক্ষে এসব বিভিন্ন ধরনের মার্শাল আর্টের উদ্দেশ্য হচ্ছে শারীরিকভাবে প্রতিপক্ষকে পরাজিত করা এবং যেকোনো ধরনের ভয়ভীতির প্রতি রুখে দাঁড়ানো।
আমরা সাধারণত দেখে থাকি বড় বড় শহরের ছেলেমেয়েরা এই ধরনের শিক্ষায় শিক্ষিত হতে পারে অতি সহজে। তবে বর্তমানে গ্রামগঞ্জ ও নেই পিছিয়ে। অন্ডাল থানার উখরা এলাকার মার্শাল আর্ট প্রশিক্ষক মিলন বাদ্যকর। সম্প্রতি দেশের হয়ে মার্শাল আর্ট কোচ হিসাবে প্রতিনিধিত্ব করেছেন থাইল্যান্ডে। ২০২৪ এর ১১ই নভেম্বর ব্যাংককের থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় ১৯ তম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড ক্যারাটে অর্গানাইজেশনের "সিন কিউ সিন্ কাই " শ্রেণীর ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ও সেমিনারে বিশেষ থেকে অতিথি ছিলেন ওয়ার্ল্ড ক্যারাটে অর্গানাইজেশনের ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট। এ প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের মোট ৩২ টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ভারত থেকেও তিনজন প্রতিযোগী অংশ নিয়েছিলেন থাইল্যান্ডের এই প্রতিযোগিতায়। যদিও ভারতের হয়ে সে আশানুরূপ ফল করতে পারেনি প্রতিযোগীরা। তবে একেবারে খনি অঞ্চল থেকে সুদূর ইউরোপের দেশে পাড়ি দিয়ে বিদেশি প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের এই মার্শাল আর্ট শৈলীকে আরো তীক্ষ্ণ করে আগামী দিনে ভারতের হয়ে পদক আনার ইচ্ছে হয়েছে তাদের।
ভারতের হয়ে যে তিনজন প্রতিযোগী থাইল্যান্ডে গিয়েছিল তাদের কোচ হিসাবে গিয়েছিলেন উখড়া এলাকার মার্শাল আর্ট প্রশিক্ষক মিলন বাদ্যকর। তিনি বলেন বিদেশের মাটিতে গিয়ে খেলাধুলা করতে আর্থিকভাবে সেভাবে কোন সাহায্য সরকার বা অন্য কোথাও পাননি । তাদের নেই কোন স্পনসারও, সম্পূর্ণ নিজেদের তাগিদেই তারা বিদেশের মাটিতে পাড়ি দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি তিনি বলেন আমি ২০২৬ এ চীনের সাংঘাই এ রয়েছে ২০ তম এশিয়ান ক্যারাটে প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে সেখান থেকে ভালো ফল করতে দেশের মুখ উজ্জ্বল করতে কঠোর পরিশ্রম শুরু করেছেন।মিলন বাবু বলেন, কিছুদিন আগে কেরলে হয়েছিল ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেখানে তার তিনজন ছাত্র অংশ নিয়েছিল এবং তিনজনই চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে। বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের প্রতি ক্যারাটে প্রশিক্ষক মিলন বাদ্যকর বলেন, বর্তমানে স্কুলের ছেলে মেয়েরা মোবাইলের গেমে ব্যস্ত। শারীরিক বিকাশ এবং আত্মরক্ষার তাগিদেই প্রত্যেকটি স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া প্রত্যেকেরই মার্শাল আর্ট শিখে রাখা প্রয়োজন। তাতে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে অন্যদিকে মোবাইলের প্রতি আসক্তিও কমবে।