লক্ষাধিক টাকা ব্যয়, তবুও বন্যায় বেহাল অবস্থা রাস্তার! ক্ষুব্ধ এলাকাবাসী

কয়েক মাস আগে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরী করা কালভার্টের জন্যই বন্যায় বেহাল অবস্থা হয়ে গেছে ঘাটালের মনসুকা এলাকায়। ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।

author-image
Probha Rani Das
New Update
vdfgd62.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কয়েক মাস আগে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরী করা কালভার্টের জন্যই বন্যায় বেহাল অবস্থা হয়ে গেছে ঘাটালের মনসুকা এলাকায়। ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।

vdfgd63.jpg

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় বন্যার জল কমতে বেরিয়েছে রাস্তার কঙ্কালসা চেহারা, নষ্ট হয়ে গিয়েছে রাস্তাঘাট ও কৃষিজমি এমনি বলছেন এলাকাবাসী। গ্রামের বাসিন্দাদের অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে আসলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি।

vdfgd60.jpg

স্থানীয়রা জানান যে জাগায় কালভার্ট নির্মান করা হয় সেই জায়গায় ছিল একটি বড় চাতাল, আর এই চাতাল দিয়ে, বয়ে যেতো দুইটি নদী ও বেশ কয়েকটি গ্রামের বন্যার জল। আর জেলা পরিষদের তরফ থেকে সেই  চাতালের  উপর নির্মাণ করা হয়েছে কয়েক মাস আগে কালভার্ট।

vdfgd61.jpg

অভিযোগ  কালভার্ট এমনভাবে নির্মাণ করা হয়েছে কালভার্ট দিয়ে বন্যায় জল নিকাশি হয়নি।যার জন্যই প্লাবিত হয়েছে মনসুকার বিস্তীর্ণ এলাকার বেশ কয়েকটি গ্রাম। জলের তোড়ে নষ্ট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, নষ্ট হয়েছে কৃষিজমিও। এদিন প্রদর্শনের পর জেলার সভাধিপতি জানান কালভার্টটির সমস্যা দ্রুত সমাধান করা হবে।