তেজস্বী যাদব কি বলেছেন?
বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানের আজাদ! বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে দিতেন
BREAKING : ৫ জুনের মধ্যেই সম্পূর্ণ হবে রাম মন্দিরের সম্পূর্ণ নির্মাণ ! দেখুন বড় আপডেট
BREAKING : জঙ্গিদের বাড়ি ভাঙতে গিয়ে, সাধারণ মানুষের বাড়ি ভাঙা উচিৎ নয় ! ফের বিতর্কিত মন্তব্য করলেন মেহবুবা মুফতি
রায়বেরেলিতে রেল কোচ কারখানায় পৌঁছেছেন রাহুল গান্ধী
BREAKING : ২০২৭-এ ‘সমাপ্তবাদী পার্টি’ হয়ে যাবে সমাজবাদী পার্টি ! অখিলেশকে চরম কটাক্ষ করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : পুরীর মন্দিরের কর্মীরা অন্য কোনও মন্দিরে কাজ করতে পারবে না ! দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই বড় নির্দেশিকা জারি করলেন পুরীর সৌর মহাসৌর সভাপতি
BREAKING : রাজস্থানের এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট হ্যাক ! পহেলগাঁও-এর পর এবার ভারতে সাইবার হামলা চালালো পাকিস্তান
BREAKING : জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাস ব্যবহার করা অন্যায় নয় ! 'সুপ্রিম রায়ে' বড় স্বস্তি পেল কেন্দ্র

লক্ষাধিক টাকা ব্যয়, তবুও বন্যায় বেহাল অবস্থা রাস্তার! ক্ষুব্ধ এলাকাবাসী

কয়েক মাস আগে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরী করা কালভার্টের জন্যই বন্যায় বেহাল অবস্থা হয়ে গেছে ঘাটালের মনসুকা এলাকায়। ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।

author-image
Probha Rani Das
New Update
vdfgd62.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কয়েক মাস আগে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরী করা কালভার্টের জন্যই বন্যায় বেহাল অবস্থা হয়ে গেছে ঘাটালের মনসুকা এলাকায়। ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।

vdfgd63.jpg

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় বন্যার জল কমতে বেরিয়েছে রাস্তার কঙ্কালসা চেহারা, নষ্ট হয়ে গিয়েছে রাস্তাঘাট ও কৃষিজমি এমনি বলছেন এলাকাবাসী। গ্রামের বাসিন্দাদের অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে আসলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি।

vdfgd60.jpg

স্থানীয়রা জানান যে জাগায় কালভার্ট নির্মান করা হয় সেই জায়গায় ছিল একটি বড় চাতাল, আর এই চাতাল দিয়ে, বয়ে যেতো দুইটি নদী ও বেশ কয়েকটি গ্রামের বন্যার জল। আর জেলা পরিষদের তরফ থেকে সেই  চাতালের  উপর নির্মাণ করা হয়েছে কয়েক মাস আগে কালভার্ট।

vdfgd61.jpg

অভিযোগ  কালভার্ট এমনভাবে নির্মাণ করা হয়েছে কালভার্ট দিয়ে বন্যায় জল নিকাশি হয়নি।যার জন্যই প্লাবিত হয়েছে মনসুকার বিস্তীর্ণ এলাকার বেশ কয়েকটি গ্রাম। জলের তোড়ে নষ্ট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, নষ্ট হয়েছে কৃষিজমিও। এদিন প্রদর্শনের পর জেলার সভাধিপতি জানান কালভার্টটির সমস্যা দ্রুত সমাধান করা হবে।