নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রার পারদও বেশ খানিকটা কমেছে আবহাওয়া দফতর জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। আপাতত রবিবার পর্যন্ত এইরকম পরিস্থিতিই থাকবে।
বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ঠান্ডার আমেজে গা ভাসাবে জেলাবাসী। দক্ষিণের বেশ কিছু জেলা যেমন হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা। এরই পাশাপাশি শহর কলকাতা-সহ শহরতলীর আশেপাশের বিভিন্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।