নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। শনিবার এই দুই কেন্দ্রের নির্বাচন ঘিরে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
ভোটের আগের দিন ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। শনিবার মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দান থেকে নির্দিষ্ট কেন্দ্রে চলে গিয়েছেন কর্মীরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে কেশপুরে। জেলার দুটি কেন্দ্রে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সঙ্গে থাকছে কয়েক হাজার রাজ্য পুলিশ।
মেদিনীপুর লোকসভা কেন্দ্র:
মোট বুথ রয়েছে ১৯৪৫টি। তার মধ্যে মহিলা পরিচালিত বুথ ১১টি। মডেল বুথও ১১টি।
ভোটার রয়েছে ১৮ লক্ষ ১১ হাজার ২৪৩।
ভোট কর্মী ১০ হাজার।
প্রতিটি বুথেই থাকছে ক্যামেরা ও ওয়েবকাস্টিং।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৩১৩টি বুথ ঝুঁকিপূর্ণ।
ঘাটাল লোকসভা কেন্দ্র:
মোট বুথ রয়েছে ২০৯৫ টি। তার মধ্যে মহিলা পরিচালিত বুথ ৯টি। মডেল বুথও ৯টি।
ভোটার রয়েছে ১৯ লক্ষ ৩৯ হাজার ৯৪৫।
ভোট কর্মী ১১ হাজার।
প্রতিটি বুথেই থাকছে ক্যামেরা ও ওয়েবকাস্টিং।
ওই কেন্দ্রে ৩২০টি বুথ ঝুঁকিপূর্ণ।
ঝুঁকিপূর্ণ বুথগুলিতে নিরাপত্তার জন্য ৪ জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও কুইক রেসপন্স টিম থাকছে।
তবে ভোট কর্মীদের মধ্যে অধিকাংশরই পূর্বে ভোট গ্রহণের অভিজ্ঞতা থাকলেও, কিছুটা হলেও আতঙ্কে নতুন ভোট কর্মীরা। সেই জায়গা থেকে সেন্ট্রাল ফোর্স অবশ্য বুকে বল জোগালেও প্রশ্ন জাগছে কী হবে পরিস্থিতি? কেমন হবে বুথের পরিবেশ? সব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়েও ইতিমধ্যেই টেনশন শুরু হয়েছে নতুন ভোট কর্মীদের মধ্যে।