প্রকৃতি অধ্যয়ন শিবির এবং পরিবেশগত কর্মশালায় শিশুদের জন্য বিশেষ বার্তা

কি বিশেষ বার্তা দিলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover (6) (1)

নিজস্ব সংবাদদাতা: কালিম্পং জেলার সামসিংয়ের পোখরি গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজন করা হয়েছে প্রকৃতি অধ্যয়ন শিবির এবং পরিবেশগত কর্মশালার। সহযোগিতায় হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। ছাত্রীরা তাদের অংশগ্রহণ করেছে। প্রকৃতিকে চিনে নিতে হাত লাগিয়েছে তারাও। 

এই কর্মশালায় উপস্থিত ছিলেন হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহকারী সচিব সৌমিক পাল। তিনি বলেন যে প্লাস্টিক দূষণ একটা জ্বলন্ত সমস্যা। শক্তি সঞ্চয়, পানীয় জলের সমস্যা ব্যবস্থাপনা এদেরকে জানানোর পাশাপাশি শিশুদের ফুড হ্যাবিট নিয়েও তাদের বার্তা দেওয়া হচ্ছে। বাড়ি থেকেই এই শিক্ষাগুলো দেওয়ার বার্তা দিলেন তিনি। বাকিটা শুনে নিন।