'নির্বাচনে হার...থাকতে হবে কর্মীদের পাশে', চমকে দেওয়া বার্তা বিজেপির

দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা বঙ্গ বিজেপির।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bjp-reut-1191943-1676563635

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটে বাংলা থেকে আসন কমেছে বিজেপির। জেতা আসন হাতছাড়া হয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চর্চা চলছে। এসবের মধ্যেই ভোট পরবর্তী সময়ে শনিবার সন্ধ্যায় প্রথম বড় বৈঠকে বসলেন বঙ্গ বিজেপির নেতারা। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন না বৈঠকে। তিনি আজ ছিলেন কোচবিহারে। এসবের মধ্যেই শনিবার সান্ধ্য-বৈঠকে বসলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালরা। বৈঠক শেষে লকেট বলেন, "সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল নিয়ে কোনও আলোচনাই হয়নি বৈঠকে। এই বিষয় নিয়ে এত কম সময়ের মধ্যে আলোচনা হয় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনা হবে।"

দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে বার্তা দেওয়া হয়েছে ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে হবে প্রার্থীদের। পরাজয় হয়েছে তো কী হয়েছে? কর্মীদের পাশে থাকতে হবে।

Add 1