পারদের মাত্রা ৪৪ ডিগ্রি ছাড়ালো, বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী

স্বস্তির বৃষ্টি কবে ?

author-image
Adrita
New Update
h

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ চড় চড় করে বাড়ছে পারদের মাত্রা। পারদের মাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গে কবে আসতে চলেছে বর্ষা ? আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, রাজ্যে মৌসুমি বায়ুর প্রভাব পড়তে চলেছে। দক্ষিণ বঙ্গে বৃষ্টির আশায় চাতকের মত বসে রয়েছে বঙ্গবাসী। 

May heatwave in India 1.5 degrees Celsius warmer than warmest heatwave |  India News - The Indian Express

তবে উত্তরবঙ্গে এই ছবিটা একটু অন্য রকমের। সেখানে ভারী বৃষ্টিপাত চলছে। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই চলছে ভারী বৃষ্টি। 

Bengaluru rains: Light showers bring relief to city amid heat wave  conditions | Mint)

Add 1