নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাত্রাপুর এলাকায় বাপের বাড়িতে গিয়ে নিখোঁজ হল এক গৃহবধূ। গত ২ এপ্রিল সকাল ১০ টার পর থেকেই হঠাৎ করে মৌমিতা মিদ্যা সামন্ত নামে ওই গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজ খবর করার পর অবশেষে পিংলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।
/anm-bengali/media/media_files/2025/04/04/JFfp5V4FWEO9oJiIj5Ly.jpeg)
মৌমিতা মিদ্যা সামন্তর বিয়ে হয়েছে পূর্ব মেদিনীপুরের সিদ্দা এলাকায়। বাপের বাড়ি পিংলার রাত্রাপুরে প্রায় ৮ দিন ছিল। ২ তারিখ বাড়ি যাওয়ার কথাও ছিল। কিন্তু সকাল ১০ টার পর আর তাকে দেখা যায়নি। সব জায়গায় খোঁজ খবর করার পর শুক্রবার পিংলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে মৌমিতা মিদ্যা সামন্তর দাদা অমিত সামন্ত৷ ইতিমধ্যেই মৌমিতার খোঁজ চালাচ্ছে পিংলা থানার পুলিশ। মৌমিতা মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছে তার দাদা।