২ রাশির জীবনে আসছে পরিবর্তন, বদল হবে মানসিক ক্ষেত্রে

আজ মায়ের স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
horoscope (3)

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজকের এই ২ রাশির ভাগ্যে কি রয়েছে, দেখে নিন – 

সিংহ - ভ্রমণ উপকারী হবে সিংহ রাশির জাতক-জাতিকদের জন্যে। এমনকি বিদেশ সফরেও যেতে পারেন। তবে অবশ্যই সফরসঙ্গী সঠিক নির্বাচন করুন। অন্যদিকে, পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ভাই-বোনের সহযোগিতা পাবেন। মনের মধ্যে হতাশা ও অতৃপ্তির অনুভূতি থাকবে আজ। যার জন্যে বাড়বে অলসতা। একই সাথে মায়ের স্বাস্থ্য সমস্যা নিয়েও চিন্তা বাড়তে পারে। নিজেকে চিন্তামুক্ত করুন। 

leo(1)

কন্যা – মনে আশা ও হতাশার অনুভূতি থাকতে পারে আজ সারাদিন। তাই মন শান্ত রাখতে আজ ধর্মীয় কাজে মনোনিবেশ করুন। ধৈর্য ধরার চেষ্টা করুন। কন্যা রাশির জাতিকারা পরিবারে পারস্পরিক কলহ এড়িয়ে চলুন। বোন ও ভাইদের সহযোগিতা পাবেন এই কাজে, তাই ওঁদের কথা মেনে চলুন। অন্যদিকে, এই রাশির জাতকরা চাকরিতে আজ উন্নতি করতে পারেন। তেমনই সুযোগ আসতে পারে আজ আপনার জীবনে। আয় বাড়বে কর্মক্ষেত্রে। একই সাথে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন আজ। অহেতুক দুশ্চিন্তা শরীর ও মন দুই খারাপ করতে পারে।