শহীদ স্মরণে ইএফআর ক্যাম্প!

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারী শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-15 at 12.09.12

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশে একমাত্র রাজ্য যেখানে এত কম সময়ে মাওবাদী সমস্যা সমাধান হয়েছে। মাওবাদী মুক্তকরণ সরকারের একাধিক প্রকল্প, পুলিশে নিয়োগ এবং পুলিশের কর্মীদের সুসংগঠিত কাজ এর জন্য শান্তি ফিরেছে জঙ্গল মহলে।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারী শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। তাতে ২৪ জন ইএফআর জওয়ান শহীদ হন। লুঠ হয় পুলিশের অস্ত্র। যা তৎকালীন সময় মাওবাদী হামলায় সবচেয়ে বড় ঘটনা দেশের মধ্যে। তার পর থেকে এই দিনটা স্মরণ করা হয় শহীদ দিবস হিসেবে। 

WhatsApp Image 2025-02-15 at 12.09.10

আজ ডিজিপি রাজিব কুমার সহ উপস্থিত ছিলেন এডিজি ল এন্ড অর্ডার জাভেদ শামিম, এডিজি সিআইএফ অজয় নন্দা সহ একাধিক ডিআইজি ও ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

গান স্যালুট দিয়ে শহীদদের সম্মান জানানো হয়। প্রতিটা জওয়ান এর নামে লাগানো ২৪ টা গাছে জল দেন তারা। তার পর শহীদ পরিবারের হাত দিয়ে দুঃস্থ মানুষের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়।