নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল। এদিকে জায়গায় জায়গায় উদ্ধার হচ্ছে বোমা-বারুদ-বাজি। গোষ্ঠী কোন্দলের ছবি ধরা পড়ছে জেলায় জেলায়। এই পরিস্থিতিতে আগামী শুক্রবার বিকেল ৫টা নাগাদ টিটাগড়ে তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা অফিসে ডাকা হয়েছে বৈঠক। রাজনৈতিক মহলের একাংশই মনে করছে যে ড্যামেজ কন্ট্রোলই এখন নির্বাচনের আগে একমাত্র লক্ষ্য শাসক দলের। সম্প্রতি ব্য়ারাকপুরে সোনার দোকানে শ্যুট আউট নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাংসদ অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন তিনি। অর্জুনের এ হেন আচরণে ক্ষুব্ধ দলের অনেক নেতারাই। আগামী ২ জুনের বৈঠকে যেমন থাকবেন অর্জুন, তেমনই থাকবেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায় সহ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক সহ ১৪ জন বিধায়ক ও ১৩টি পুরসভার কাউন্সিলর-চেয়ারম্যানরা। বিকেল ৫টায় সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার কথা। একদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নবজোয়ারে জোর দিচ্ছে শাসক দল। এরই মাঝে হতে চলেছে মেগা বৈঠক। কী বার্তা উঠে আসে তারই অপেক্ষা এখন।