মেগা কিচেন রুমের উদ্বোধন! খরচ কত জানেন?

মেগা কিচেন রুম! হাসপাতালের রোগীদের স্বার্থে বহুল ব্যয়ে নির্মিত মেগা কিচেন রুমের উদ্বোধন হল।

author-image
Pallabi Sanyal
New Update
েে

হরি ঘোষ, দুর্গাপুর : সোমবার বিকেলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে গড়ে উঠা মেগা কিচেন রুমের উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডঃ ধীমান মন্ডল সহ  চিকিৎসকরা। ১৬ লক্ষ ২০ হাজার ৩৯৩ টাকা ব্যয় করে এই মেগা কিচেন রুমটি নির্মিত হয়। দীর্ঘদিনের সমস্যার সমাধান হল বলে জানান হাসপাতাল সুপার। উন্নত মানের খাবার রান্না করে চিকিৎসাধীন রোগীদের খাওয়ানো হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।