দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : খরিফ মরশুমে ধান কেনার পদ্ধতির সরলীকরণ ও ধান কেনার বিষয়ে আজ জেলা শাসকের অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), জেলা খাদ্য ও সরবরাহ নিয়ন্ত্রক, জেলা কৃষি আধিকারিক, খাদ্য ও সরবরাহ নিয়ামকগণ এবং অন্যান্য দপ্তরের আধিকারিকবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/media_files/gzA6BCzRaYlLCi7hkSTL.jpeg)
/anm-bengali/media/media_files/SEiiHA1L5A77xmRZkGKP.jpeg)
/anm-bengali/media/media_files/hKD3u6UFFCVWQsGHivbr.jpeg)
/anm-bengali/media/media_files/6e0e0eDlxnUZzBnqSBNK.jpeg)
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষা করতে এবং খাদ্য সাথী উপভোক্তাদের ভালো মানের চালের ব্যবস্থা করতে রাজ্য সরকার সাধারণ ধান কেনার ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২০২৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮৩ টাকা করেছে। কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে ধান কেনার পদ্ধতির ক্ষেত্রেও সরলীকরণ করা হয়েছে।