নিজস্ব সংবাদদাতা : ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড উত্তর বঙ্গে। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে শুরু হয় তাদের ধ্বস্তাধ্বস্তি। রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মীনাক্ষী। পুলিশের বিরুদ্ধে মারের অভিযোগ তুলেছেন তিনি। মীনাক্ষীর বক্তব্য, “আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের আটকে দেওয়ার কারণ কী? পুলিশ অন্যায় করছে, পুলিশ ভুল করছে।”