নিজস্ব সংবাদদাতা: চলতি বছরেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। দিল্লির মসনদে নরেন্দ্র মোদি ফিরলেও বাংলার ছবিতে কোনও বদল হয়নি। ঘাসফুলের জয়জয়কার দেখেছে বাংলা। সেই ফল প্রকাশের কয়েক মাস পরই বাংলায় সম্পন্ন হল উপনির্বাচন। আজ রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচনে ৬টি তেই জিতলো তৃণমূল কংগ্রেস।
এদিন ভোট গণনার জন্যে কড়া নিরাপত্তায় মোড়া হয় গণনা কেন্দ্র গুলি। গণনা কেন্দ্রের ২০০ মিটারে জারি করা হয় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। আর এর মধ্যেই চলে গণনা।
এদিন গণনার শুরু থেকেই ৬ কেন্দ্রেই দেখা যায় তৃণমূলের দাপট। মেদিনীপুর বিধানসভার গণনা কেন্দ্র ছিল মেদিনীপুর কলেজ। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। দুটি হল ঘরে ১৮টা টেবিলে ৩০৪টি বুথের গণনা চলে। তাছাড়া একটি টেবিলে ভিভি প্যাড এবং একটি টেবিলে পোস্টাল ব্যালটের গণনা হয়।
আর মেদিনীপুরের এই গণনায় জয়ের হাসি বজায় রাখলো তৃণমূল। সুজয় রাখলেন মুখ্যমন্ত্রীর ভরসা। এদিন প্রথম থেকেই দেখা যায় সুজয় হাজরা এগিয়েছিলেন একাধিক ভোটে। সেখানে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে ছিলেন ৫ হাজার ৮৩৬ ভোটে। আর এই ব্যবধান ক্রমশও চওড়া হয়েছে গণনা যত এগিয়েছে।
১৭ তম রাউন্ডে গিয়েও দেখা গিয়েছে, তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তখনও এগিয়ে রয়েছেন ৩৩ হাজার ১৯০ ভোটে। আর তাঁর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হয় যে মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। ১ লক্ষ ১৪ হাজার ১৪৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৯৫৬টি ভোট। কার্যত এদিনের জয়ে খুশি এবং স্বস্তিতেই রয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।