মেডিক্যাল ছাত্রীদের নৃত্য করানোর অভিযোগে সরগরম! "স্বাধীনতা কোথায়" পোস্টার হাতে নার্সরা

এবার আরো এক মেডিক্যাল কলেজে প্রতিবাদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-08-30 at 8.32.33 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য যখন তোলপাড়, ঠিক সেই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যালে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, "নতুন করে আর একটা আর জি কর হতে বেশি সময় লাগবে না।" 

WhatsApp Image 2024-08-30 at 8.32.29 PM

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ছাত্রীদের বিভিন্ন গানে নৃত্য করানোর অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের বিরুদ্ধে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে মুস্তাফিজুরের প্রবেশ নিষেধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে। আর জি করের পর মেদিনীপুর মেডিক্যালের এমন ঘটনা সামনে আসতেই "স্বাধীনতা কোথায়?" লেখা পোস্টার নিয়ে পথে নার্সিং সমাজ। 

R G Kar Incident

শুক্রবার বিকেলে বিভিন্ন দাবি সম্মিলিত পোস্টার-ব্যানার হাতে নিয়ে মেদিনীপুর হাসপাতাল থেকে মিছিল শহর পরিক্রমা করে। দাবি তোলে, আর জি করের ঘটনায় দোষীদের আড়াল না করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার। "স্বাধীনতার ৭৮ বছর পরেও নারী স্বাধীনতা কোথায়?" এমন পোস্টারও দেখা গিয়েছে এদিন মিছিলে। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার দাবিও তোলা হয়েছে নার্সদের পক্ষ থেকে। পাশাপাশি রোগী পরিষেবায় হাসপাতালে পরিকাঠামো উন্নতির দাবি ওঠে। নার্সদের পক্ষে উপস্থিত ছিলেন কাকলি রাউত, শিউলি দত্ত, রেখা সাহু প্রমুখ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের পূঁয়াতে মিছিল করে নারী সুরক্ষা কমিটি। নারী সুরক্ষাসহ জাস্টিস ফর আর জি কর স্লোগান তোলেন মহিলারা। উপস্থিত ছিলেন সরস্বতী সাঁত, সুমি মাইতি, সুমনা সৎপতি, পুতুল রাণা প্রমুখ।