মেদিনীপুরে উড়ছে সবুজ ঝড়, সুজয় হাজরা দৌড়াচ্ছেন তড়তড়িয়ে

ফলাফলের নিরীখে মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
sujoy hazra

File Picture

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। দিল্লির মসনদে নরেন্দ্র মোদি ফিরলেও বাংলার ছবিতে কোনও বদল হয়নি। ঘাসফুলের জয়জয়কার দেখেছে বাংলা। সেই ফল প্রকাশের কয়েক মাস পরই বাংলায় সম্পন্ন হয়েছে উপনির্বাচন। আজ রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। 

ভোট গণনার জন্যে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে গণনা কেন্দ্র গুলি। গণনা কেন্দ্রের ২০০ মিটারে জারি রয়েছে ১৬৩ ধারা। আর এর মধ্যেই চলছে গণনা।

vvgggh

এদিন গণনার শুরু থেকেই ৬ কেন্দ্রেই দেখা যাচ্ছে তৃণমূলের দাপট। মেদিনীপুর বিধানসভার গণনা কেন্দ্র মেদিনীপুর কলেজ। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দুটি হল ঘরে ১৮টা টেবিলে ৩০৪টি বুথের গণনা চলছে। তাছাড়া একটি টেবিলে ভিভি প্যাড এবং একটি টেবিলে পোস্টাল ব্যালটের গণনা হয়েছে।

এই মুহুর্তে ফলাফলের নিরীখে মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে রয়েছে ৫ হাজার ৮৩৬ ভোটে। সেখানে এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী সুজয় হাজরা পেয়েছেন ১৬ হাজার ৪০০ টি ভোট। বিজেপি প্রার্থী শুভজিৎ রায় পেয়েছেন ১০ হাজার ১৬৮টি ভোট এবং সিপিআই প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩১১টি ভোট। ফলে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ভালোই টেক্কা দিচ্ছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

cfhgjk