নিজস্ব সংবাদদাতা : অশান্তির জেরে ভেস্তে যাওয়া রাস্তার উদ্বোধন হল নববর্ষে। শুক্রবার রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল হাওড়ার জগাছায়। ৪৭ নম্বর ওয়ার্ডে হাওড়া পুরসভার পক্ষ থেকে ধারসা গভর্মেন্ট কলোনি এলাকার একটি পুরনো রাস্তা সংস্কার করা হয়।শুক্রবার বিকেলে পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর রাস্তাটি উদ্বোধন করা কথা ছিল। কিন্তু রাস্তা উদ্বোধনে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় মাইক। তারপর রাস্তার উদ্বোধনও থমকে যায়। ফিরে যান চেয়ারম্যান। নেপথ্যে গোষ্ঠী কোন্দল বলেই দাবি স্থানীয়দের একাংশের। এরপর শনিবারই সেই রাস্তা উদ্বোধনের কাজ সম্পূর্ণ করলেন পুর চেয়ারম্যান।কোনওভাবেই যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেই কারণে আগে থেকে জগাছা থানার পক্ষ থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।