নিজস্ব সংবাদদাতাঃ মধ্যশিক্ষা পর্ষদ মারফত আগেই জানানো হয়েছে যে, লোকসভা ভোটের মধ্যেই আগামী ২রা মে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। পর্ষদ মারফত জানা গিয়েছে যে, ২রা মে সকাল ৯টা ৪৫মিনিট থেকে wbbse.wb.gov.in ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল।
ওয়েবসাইট থেকে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন...
- গুগলকে গিয়ে - লিঙ্কটি খুলবেন
- হোম পেজ থেকে WBBSE Madhyamik Result 2024 লিঙ্কটিতে ক্লিক করুণ
- নিজের রোল নম্বর দিয়ে লগ-ইন করুণ
- এরপর সাবমিট-এ ক্লিক করুণ
- আপনার মাধ্যমিকের ফল স্কিনে চলে আসবে।
পর্ষদ মারফত আরও জানা গিয়েছে যে, এদিন বেলা ১০টা থেকে স্কুলের সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের রেজাল্ট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা।