নিজস্ব প্রতিনিধি: গতকাল মাধ্যমিকে ছিল অঙ্ক পরীক্ষা। কিন্তু অঙ্ক পরীক্ষা ভালো হয়নি। তাই আজ সকালে নিজের বাড়িতে ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। নাম মধুসূধন দুয়ারি। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নাড়াথা এলাকায়। সে পিংলার বাগনাবাড় হাইস্কুলের পড়ুয়া। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। গতকাল অংক পরীক্ষা খারাপ হওয়ায় মানসিক চিন্তায় নিজের বাড়ীতেই ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। বর্তমানে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। আজই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ।