নিজস্ব সংবাদদাতা, খড়্গপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ ব্লকের রাউৎমনি এলাকায় বাসিন্দা মামনী সদ্দার সিং প্রসবযন্ত্রণা নিয়ে গতকাল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।প্রসব যন্ত্রণা বাড়লে সোমবার রাতেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সহযোগিতায় অস্ত্রোপ্রচার করা হয় এবং এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয়।
অপরদিকে মা মামনীর অতিরিক্ত রক্তক্ষরনের ফলে মৃত্যু হয়।পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যর।অভিযুক্ত ডাক্তার ও নার্সের বিরুদ্ধে ডেবরা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।পাশাপাশি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা।
অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার CMOH সৌম শংকর সারেঙ্গী জানান এই ধরনের ঘটনা ঘটেছে। তবে চিকিৎসার গাফিলতি ছিল কিনা তার জন্য একটি টিম তৈরি করে তদন্ত শুরু হয়েছে। তবে আমরা যেটুকু খবর পেয়েছি। নরমাল ডেলিভারিতে প্রেসার প্রচুর বেড়ে যাওয়ায় সিজার করতে হয়। সেই সময় অতিরিক্ত রক্তক্ষরনের জন্যই এই ঘটনা।