নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের বি-জোনের শোভাপুরের কাছে বেসরকারি এক হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের মূল গেটের পাশে বসে পড়লো মৃতার আত্মীয় পরিজনরা। গোটা ঘটনাকে ঘিরে ধুন্দুমার পরিস্তিতি হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় কমব্যাকট ফোর্স।
সূত্র মারফত জানা গিয়েছে যে, গত শুক্রবার দুর্গাপুরের বেনাচিতি মসজিদ মহল্লার বাসিন্দা বছর ২৮ এর ইশরাত জাহান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন সিজার করে সন্তান প্রসব করেন তিনি। এরপর থেকেই ইশরাতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অভিযোগ সন্তান হওয়ার সময় চিকিৎসক ভুল করে নাড়ি কাটার বদলে মহিলার ইউরিনাল নালী কেটে দেন। এরপর থেকেই মহিলার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এরপরেই মৃত্যু হয় ওই মহিলার।
পরিবারের থেকে মৃত্যুর খবর চেপে রাখা হয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরড়ে মৃত্যুর খবর দেওয়া হয়। এরপরই উত্তেজিত জনতা প্রথমে মৃতদেহ নিতে অস্বীকার করে। পরে হাসপাতাল গেটের সামনে ধর্নায় বসে পড়েন মৃতার পরিবার পরিজন। দফায় দফায় শুরু হয় কথাবার্তা। কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি উত্তেজিত জনতাকে। তারা ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।