হরি ঘোষ, দুর্গাপুর : সমকাজে সমবেতন সহ একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগমের মূল দরজা আটকে দিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের। অভিযোগ, আসানসোল কর্পোরেশনের সাফাই কর্মীদের বেতন বেড়েছে, অথচ একই জেলায় দুর্গাপুর নগর নিগমের বেতন বাড়েনি উল্টে নূন্যতম সরকারি সুবিধেটুকু মিলছে না তাদের। কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. ইউ. সি সাফাই কর্মীদের এই আন্দোলনকে সমর্থন করে আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। অভিযোগ উঠেছে কোনোরকম সার্কুলার ছাড়াই নতুন নতুন সাফাই কর্মী নিয়োগ হয়ে যাচ্ছে নগর নিগমে অথচ তারা রয়ে গেছে বঞ্চিতদের তালিকাতে। ভোগান্তি পোহাতে হচ্ছে ৪৩ টি ওয়ার্ডের সাফাই কর্মীদের। অথচ করোনা কাল থেকে আজ পর্যন্ত এই সাফাই কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে, যদি এরপরও কাজের কাজ কিছু না হয় তাহলে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাফাই কর্মীরা। যদিও সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। যদি এই আন্দোলনের পর সমকাজে সমবেতন না মেলে তাহলে প্রয়োজনে দুর্গাপুর শহরের ৪৩ টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হবেন ।