ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, পুড়ল জরুরি নথিপত্র, বাইকে ভাঙচুর

ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল সবং ব্লকে।

author-image
SWETA MITRA
New Update
sabang.jpg

নিজস্ব প্রতিনিধি, সবং: ডেপুটেশনের নামে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভাঙচুর, নথিপত্রে আগুন একাধিক বাইক ভাঙচুরের অভিযোগ উঠল ভারত জাকাত মাঝি পরগনা মহল তার নেতা মিঠুন মুর্মুর (Mithun Murmu) বিরুদ্ধে। যদিও পালটা অভিযোগ এনেছে মিঠুন মুর্মু। তিনি জানান,আজ শুক্রবার ডেপুটেশন দেওয়ার কথা সেই মতো আমরা গিয়েছিলাম। ওরা নিজেরাই আমাদের মধ্যে লোক ঢুকিয়ে গ্রাম পঞ্চায়েত ভাঙচুর করে আমাদের সংগঠনকে বদনাম করছে।‘ এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং (Sabang) ব্লকের নং দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। বিভিন্ন দাবী নিয়ে মিঠুন মুর্মুর নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। মিঠুন মুর্মু বলেন,সেই মতো আমরা গিয়েছিলাম। আমাদের মধ্যেই কিছু লোক ঢুকিয়ে ইচ্ছে করে গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ভেঙেছে।অপরদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অতনু শিং বলেন,ভারাত জাকাত মাঝি পরগনা মহল তার নেতা মিঠুন মুর্মু  পরিকল্পনা করেই আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিছু ভাঙচুর করেছে। বাইক ভাঙচুর করা হয়েছে, ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।