মনোনয়নকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ করল পুলিশ

বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। আগামী ৮ জুলাই একদফাতেই দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। সাংবাদিক বৈঠকে এমনই জানান রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

author-image
SWETA MITRA
New Update
bjp indas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা বেজে গিয়েছে। যদিও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের একাধিক জায়গা দফায় দফায় সংঘর্ষে অশান্ত হয়ে উঠছে। মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা, চলছে গুলি। মূলত মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরেই হচ্ছে যত হাঙ্গামা। এরই মাঝে এবার অশান্ত হয়ে উঠল বাঁকুড়ার ইন্দাস। জানা গিয়েছে, আজ বুধবার ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এদিন বিডিও অফিসের দিকে মিছিল করে যাচ্ছিলেন কয়েকশো বিজেপি (BJP) কর্মী। এদিকে পাল্টা জমায়েত করে তৃণমূল কর্মী সমর্থকরা অশান্তির সৃষ্টি করে বলে অভিযোগ বঙ্গ গেরুয়া শিবিরের। অন্যদিকে অশান্তির খবর পেয়ে আসরে নামে রাজ্য পুলিশ। পুলিশ মিছিল আটকালে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এদিকে পুলিশি অভিযানের বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এদিকে পুলিশের লাঠিচার্জের জেরে বহু বিজেপি কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে খবর।