পুরো সাফ হয়ে গেলো তৃণমূল? পরপর নেতাদের ইস্তফা

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ইস্তফার হিড়িক পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে শুরু করেছেন নবজোয়ার যাত্রা। আর তার মধ্যেই গণইস্তফার ধুম লেগেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmc

নিজস্ব সংবাদদাতা: পটাশপুর, তুফানগঞ্জের পর এবার মানিকচক (Manikchak)। তৃণমূলের (TMC) নবজোয়ার যাত্রার মধ্যেই মালদহের মানিকচকে শাসকদলে গণইস্তফার (Mass Resignation) হিড়িক লেগেছে। মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফর শুরুর আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন মানিকচক বিধানসভার শোভানগর গ্রাম পঞ্চায়েতের (Panchayet) তৃণমূল সদস্যসহ একঝাঁক নেতা এবং কর্মীরা। তৃণমূল ত্যাগ করা পঞ্চায়েত সদস্যের (Panchayet Member) অভিযোগ যে টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী (Candidate) নির্বাচন করছে তৃণমূল। বাইরের নেতারা এসে প্রার্থী ঠিক করছেন, অভিযোগ তাঁদের।