নিজস্ব সংবাদদাতা: হতে চলেছে প্রায় ৯০ ঘন্টা। জল ছাড়া আর কিছুই মুখে তুলছেন না ৭ জুনিয়র ডাক্তার। চলছে আমরণ অনশন। দাবি একটাই, চাই বিচার, চাই নিরাপত্তা। কিন্তু রাজ্য সরকার সব দেখে, সব শুনেও মুখে কুলুপ এঁটেছে। আর এতেই ক্ষুব্ধ সিনিয়র ডাক্তাররা। মহাপঞ্চমীতেই আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক দিয়েছেন গণ ইস্তফা। আর তখনই মিলেছিল আভাস। ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ২৪ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে সদর্থক ভূমিকা না নেওয়া হয়, তাহলে অন্যান্য হাসপাতাল গুলির থেকেও গণ ইস্তফার পথে হাঁটবে।
২৪ ঘন্টা পেরিয়ে গেলেও রাজ্যের তরফে মেলেনি পজিটিভ ভাইব। তাই এবার একে একে গণ ইস্তফা শুরু করলেন অন্যান্য মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলির সিনিয়র চিকিৎসকেরা। আজ প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজ, আর এরপরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা দিলেন গণ ইস্তফা।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন সিনিয়র চিকিৎসক এদিন ‘মাস রিজাইন’ করলেন। একে একে সকলে এসে সরকারের এই অমানবিক রূপ দেখে সোচ্চার হচ্ছেন আর নিজেদের প্রতিবাদী হাতিয়ার হিসেবে দিচ্ছেন ইস্তফা। যা এই ষষ্ঠীর দিনে বাড়তি উন্মাদনা দেখাচ্ছে বলেই মনে করছেন অনেকে।