১৬ বছরের ধারা! এবছরও হল গণবিবাহের অনুষ্ঠান

প্রতি বছরের মতো মঙ্গলবারও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে ১৬ তম বর্ষের গণ বিবাহের আয়োজন করে সমাজসেবী সংগঠন ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন। উপস্থিত ছিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

author-image
Tamalika Chakraborty
New Update
 birbaha hansda.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রতি বছরের মতো মঙ্গলবারও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে  ১৬ তম বর্ষের গণ বিবাহের আয়োজন করল সমাজসেবী সংগঠন ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন। এদিন সন্ধ্যায় ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে গণ বিবাহের অনুষ্ঠানের উদ্বোধন করলেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত শ্রী শ্রী  কৃষ্ণ কেশবানন্দ দেবগোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী  বীরবাহা হাঁসদা,ঝাড়গ্ৰাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ,গোপীবল্লভপুর ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক  সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 উল্লেখ্য, গত ১৬ বছর ধরে গণ বিবাহের আয়োজন করে আসছে ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন। এবছর সংগঠনের পক্ষ থেকে মোট ১৭ জোড়া পাত্র পাত্রীর বিবাহের ব্যবস্থা করা হয়। পাত্র পাত্রীর বিয়ে দেওয়ার পাশাপাশি যাবতীয় দান সামগ্রী দেওয়ার ব্যবস্থা হয়।