গরু চোর সন্দেহে গণপ্রহার, এলাকায় উত্তেজনা

এলাকায় উত্তেজনা।  

author-image
Adrita
New Update
পুরুলিয়ায় আটক গরু, মোষ বোঝাই গাড়ি

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: গরু চোর সন্দেহে গণপ্রহার, খুঁটিতে বেঁধে রাখা হল সন্দেহভাজনকে। যার যেরে হিমশিম খেতে হল পুলিশকে। জানা গিয়েছে, জামুরিয়ার বিজয়নগরের এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড ঘটল। আরও জানা গিয়েছে যে, পিকআপ ভ্যানসহ গরুটি ধরে ফেলে গ্রামবাসীরা।

ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে উদ্ধারকারী সন্দেহভাজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাপু আনসারি দাবি করেছে যে তার বাড়ি আসানসোলের রেল পাড়ে। পেশায় সে গাড়ি চালক। জানা গিয়েছে ধৃত পাপু আনসারির সঙ্গে এরও তিনজন এসেছিল। স্থানীয় গরীব কাজীর কাছে ওই গরুটি কিনেছে। তারা চুরি করেনি। 

গ্রামবাসীদের দাবি গ্রামে গত কয়েকমাসে ৫০ টির বেশি গরু চুরি গেছে। এলাকায় গরু চুরি নিয়ে উদাসীন পুলিশ। ফলে ঘটনাস্থলে পুলিশ আসলে উত্তেজনা বাড়ে।