রাজমিস্ত্রির কাজ ও ছোটো চায়ের দোকান চালিয়ে স্বপ্নের পাকা বাড়ি বানানো হল, তবে সেই বাড়িতে থাকা হল না- তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা- সব শেষ- বাংলার আজকের বুক কেঁপে ওঠা খবর

নিজের তৈরি হওয়া পাকা বাড়িতে টুলু পাম্প চালিয়ে জল দিতে গিয়ে শর্ট সার্কিটে মৃত্যু হল যুবকের। 

author-image
Aniket
New Update

File Picture

দিগ্বিজয় মাহালী: আজ সাতসকালে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নিত্য দিনের মতো নিজের তৈরি হওয়া পাকা বাড়িতে কাজ করছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মথুরাপুর গ্ৰামের যুবক অনিল দোলই, পেশায় রাজমিস্ত্রি ও একটি ছোট চায়ের দোকান আছে অনিলের। কয়েক দিন আগে শুরু করেছেন নিজের পাকা বাড়ি তৈরীর কাজ, চায়ের দোকানে কাজ করতে করতে নদীর ধারে টুলু পাম্প চালিয়ে পাকা বাড়িতে জল দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি। তার চায়ের দোকানে চা খেতে আসা দৈনন্দিন কাষ্টমাররা অনিলকে দোকানে ফিরতে দেরী দেখে এগিয়ে গিয়ে দেখেন অনিল জলে পড়ে আছে, টুলু পাম্প নিজের মতোই চলছে। সাথে সাথেই তারা ইলেকট্রিক বিচ্ছিন্ন করে অনিলকে উদ্ধার করে ক্ষীরপাই গ্ৰামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অনিলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মানুষজন ও পুলিশের প্রাথমিক অনুমান তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।

Adddd